২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১১:২১
অালোচনায় বাংলা শর্টফিল্ম ‘ছোট ছেলে’
খবরটি শেয়ার করুন:

নাট্যনির্মাতা মিজানুর রহমান অারিয়ান এর সফল টেলিছবি ‘বড় ছেলে’ থেকে অনুপ্রানিত হয়ে সম্প্রতি প্রকাশিত ১২ মিনিটের শর্টফিল্ম ‘ছোট ছেলে’ অালোচনায় উঠে এসেছে।

এতে পরিবারের ছোট ছেলের চরিত্রে অভিনয় করেছেন ইমরান অাহমেদ ইমু। দ্বিতীয় চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছেন শাহরিয়া তাসনিম অাচল।

শর্টফিল্মটির নির্মাতা শিহাব অাহমেদ জানিয়েছেন, এটি তার প্রথম কাজ। গল্পটা বড়, তবে চিত্রায়ন করা হয়েছে অল্প সময়ের মধ্যে। যাতে দর্শক বারবার দেখতে অাগ্রহী হয়।

গত ১অক্টোবর ইউটিউব এ শর্টফিল্মটি প্রকাশ করা হয়। শর্টফিল্মটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যামে অালোচনা চলছে।

ছোট ছেলে শর্টফিল্মের লিংকঃ

error: দুঃখিত!