১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১২:৩৫
অহনার নায়ক ভারতীয় টিনেজার সুপারষ্টার বনি
খবরটি শেয়ার করুন:

একসাথে দুইটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা পি এ কাজল। এরমধ্যে ‘ভালবাসার সুগন্ধ’ নামের ছবিটি যৌথভাবে নির্মাণ করা হবে এবং ‘বিচিত্র এ পরিবেশ’ নামের ছবিটি ভারতের একক প্রযোজনায় নির্মাণ হবে।

যৌথ প্রযোজনার ছবিটিতে অভিনয় করবেন ‘বরবাদ’ খ্যাত নায়ক বনি। বনির সহশিল্পী হিসেবে ছবিটিতে দেখা যাবে এপার বাংলার জনপ্রিয় টিভি অভিনেত্রী অহনাকে।

এরইমধ্যে বনি এবং অহনার সঙ্গে প্রাথমিক কথা শেষ হয়েছে। সব কিছু ঠিক থাকলে অল্প কিছুদিনের মধ্যেই তাদেরকে চুক্তিবদ্ধ করানো হবে।

পি এ কাজল বলেন, ‘এক সাথে দুইটি ছবির কাজ শুরু করতে যাচ্ছি। যৌথ প্রযোজনার ছবিটি এপার বাংলা থেকে নতুন একজন প্রযোজক নির্মাণ করবেন। দুইটি ছবির গল্প এবং সংলাপ আমার নিজেরই লেখা। কিছুদিনের মধ্যেই ছবি দুইটি সম্পর্কে সবাইকে জানানো হবে।’

error: দুঃখিত!