মুন্সিগঞ্জ, ১ জুলাই ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
অসুস্থ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে গিয়ে ঈদ উল আযহার শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
শনিবার ঈদের তৃতীয় দিন দুপুর ১২টা থেকে ২ টা পর্যন্ত মুন্সিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অসুস্থ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে ছুটে যান সংসদ সদস্য।
এসময় তিনি বাসায় চিকিৎসাধীন হৃদরোগে আক্রান্ত সাবেক ছাত্রলীগ নেতা ও মিরকাদিম পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুর রহিম বাদশা, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লিমফোবায় আক্রান্ত আলমগীর দেওয়ান, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত শেখ মফিজের বাসভবনে গিয়ে তাদের শারিরীক অসুস্থতার বিষয়ে খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।