মুন্সিগঞ্জ, ২৪ জানুয়ারি, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের (আয়েবাপিসি) উদ্যোগে মুন্সিগঞ্জের শ্রীনগরে শীতার্তদের মাঝে প্রায় ২ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে শ্রীনগর প্রেসক্লাবের পরিচালনায় কম্বল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন।
এ সময় শ্রীনগর প্রেসক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন। করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে শীতার্ত মানুষের কাছে এসব কম্বল পৌঁছে দেওয়া হয়।
জানা যায়, শ্রীনগরের কৃতি সন্তান ফিনল্যান্ড প্রবাসী কামরুল হাসান জনী ও ইতালীর ব্যবসায়ী প্রতিষ্ঠান টাটকা ব্যান্ডের এমদাদুর রহমান চৌধুরীর আর্থিক সহযোগিতায় প্রায় ২ শতাধিক কম্বল বিতরণ করা হয়।