১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ১২:১৭
Search
Close this search box.
Search
Close this search box.
অভিযোগ তুলে আড়িয়ল ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ জানুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে প্রবীণ ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিএনপি ও জামায়াত ঘরানার নতুন লোকদের নিয়ে অবৈধ ভাবে আড়িয়ল ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে এমন অভিযোহ করে কমিটি বিলুপ্তের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকালে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় তারা অভিযোগ করে বলেন, ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান দ্বীন ইসলাম নিজের স্বার্থে প্রবীণ ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিএনপি ও জামায়াত ঘরানার লোকজন দিয়ে অবৈধ ভাবে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করেছে। যা দলীয় গঠনতন্ত্র পরিপন্থি।

এই কমিটি বিলুপ্ত করে সম্মেলনের মাধ্যমে নতুন করে কমিটি গঠনের দাবী জানান তারা।

কর্মসূচিতে সাবেক ছাত্রলীগ নেতা মোঃ দুলাল হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আড়িয়ল ইউনিয়ন আওয়ামী লীগের, কাজী আব্দুল সোবহান, যুবলীগ নেতা সালাউদ্দিন খান, মুক্তিযোদ্ধা লীগের সভাপতি মোঃ নাসির হাওলাদারসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও এর বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ।

error: দুঃখিত!