৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:৫৮
অভিবাসীদের জন্য বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবীতে ওকাপের সংলাপ
খবরটি শেয়ার করুন:

আসন্ন জাতীয় বাজেটে বিদেশগামী ও বিদেশ ফেরতদের জন্য বরাদ্দ বাড়ানোর দাবীতে ‘বাজেট সংলাপ’ আয়োজন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম- (ওকাপ)

গত মঙ্গলবার (১৫মে) রাজধানীর ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘অভিবাসীর বাজেট’ শীর্ষক সংলাপে এমন দাবি করেন বক্তারা।

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) আয়োজিত ‘বাজেট সংলাপে’ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৫০০ অভিবাসী কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসনে অারা লুৎফা ডালিয়া এমপি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওকাপের চেয়ারম্যান শাকিরুল ইসলাম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ওকাপের নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ওকাপ চেয়ারম্যান শাকিরুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের অভিবাসন বিষয়ক সংসদীয় ককাস কমিটির সদস্য হোসনে অারা লুৎফা ডালিয়া বলেন, অভিবাসন খাত খুবই গুরুত্বপূর্ণ, এসডিজি অর্জন করতে হলে এ খাতকে আরো গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, অভিবাসন খরচ কমানোর জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। একজন কর্মীর তিন থেকে পাঁচ মাসের বেতনের সমান হবে অভিবাসন খরচ। তিনি দালালদের খপ্পরে না পড়ার জন্য বিদেশগামী কর্মীদের আহ্বান জানান।

error: দুঃখিত!