মুন্সিগঞ্জ, ১৯ নভেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে অভিপ্রায় ইচ্ছে পূরণ ও অভিপ্রায় বিডি নামক অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানের ৬ বছর পূর্তি ও ৭ বছর পদার্পণ উদযাপন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে মুন্সিগঞ্জ প্রেসক্লাবে প্রতিষ্ঠানটির ৭ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়। এসময় অভিপ্রায় ইচ্ছে পূরণ ও অভিপ্রায় বিডি’র প্রতিষ্ঠাতা মো. সোহেল মৃধা’র পক্ষ হতে অদম্য নারী মিশুক চালক শাহিদাকে চাল, ডাল, তেলসহ এক সপ্তাহের বাজার উপহার হিসেবে দেয়া হয়।
পরে দুপুরে মুন্সিগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় মানসিক ভারসাম্যহীন ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।