মুন্সিগঞ্জ, ১ জুন ২০২৩, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
অবৈধ কারেন্ট জাল উদ্ধারের ঘটনায় মৎস্য আইনে নৌপুলিশের করা মামলায় মুন্সিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আহমেদকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল বুধবার (৩১ মে) দুপুর ১টার দিকে সদর উপজেলার মুক্তারপুর গোসাইবাগ এলাকা থেকে সদর থানা পুলিশ মহিউদ্দিনকে আটকের পর বিকাল ৪টার দিকে মুন্সিগঞ্জ সদর আমলী আদালতে প্রেরণ করলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস তাকে জেলহাজতে প্রেরণ করে আজ (বৃহস্পতিবার) শুনানীর দিন ধার্য্য করেন।
মহিউদ্দিন জেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছোট ভাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে এলে মুন্সিগঞ্জ-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন আহমেদ।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান জানান, নৌপুলিশের করা একটি মামলার তদন্তের দায়িত্ব ছিল আমাদের। ওই মামলায় মহিউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ওই মামলা ছাড়াও মারামারি, পুলিশের উপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।
মুক্তারপুর নৌপুলিশের ইনচার্জ আব্দুস সোবহান জানান, গত ২১ মে পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায় মহিউদ্দিন আহমেদের মালিকানাধীন কারখানায় অভিযান চালিয়ে ৩ কোটি ১১ লাখ মিটার কারেন্টজালসহ নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়। অভিযানের সময় পালিয়ে যান বিএনপি নেতা মহিউদ্দিন আহমেদ। কারেন্টজাল উৎপাদনে জড়িত থাকায় মৎস্য আইনে মহিউদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে।
উল্লেখ্য, সদর উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরেই অবৈধ কারেন্ট জাল ব্যবসার সাথে জড়িত। এর আগেও একাধিকবার তার মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে নৌ-পুলিশ, কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থা।