মুন্সিগঞ্জ, ১৭ ডিসেম্বর, ২০২২, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে উপজেলার কোলা ইউনিয়নের উত্তর রক্ষিতপাড়া খেলার মাঠে উক্ত ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে উত্তর রক্ষিতপাড়া ভাই ভাই সংঘ নামে সামাজিক সংগঠন।
এতে গ্রামের বিবাহিত পুরুষ দলের বিপক্ষে অবিবাহিত পুরষ দল অংশগ্রহণ করে।
খেলায় অবিবাহিত পুরুষ দল ৫-০ গোলে বিবাহিত পুরুষ দলকে পরাজিত করে।
এর আগে সকালে ক্রীড়া প্রতিযোগিতা ও রাতে সিনিয়র জুনিয়ার ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে সংগঠনটি।
উত্তর রক্ষিতপাড়া ভাই ভাই সংঘের সভাপতি শেখ আব্দুর রহমানের সভাপতিত্বে ও শেখ আলাউদ্দিনের সঞ্চালনায় প্রীতি ফুটবল টর্ণামেন্টের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কপাসের হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈকত মাহামুদ, কোলা ইউনিয়ন ৬নং ওয়ার্ড সদস্য মিরাজ শেখ, কোলা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এস.কে আলমগির প্রমূখ।
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন, উত্তর রক্ষিতপাড়া ভাই ভাই সংঘের ক্রীড়া সম্পাদক শেখ মোহাম্মদ হৃদয়।
উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধ পরবর্তী ৪৯ বছর ধরে প্রতিবছর বিজয় দিবসে বিবাহিত ও অবিবাহিত পুরষদের মধ্যে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে আসছে উত্তর রক্ষিতপাড়া ভাই ভাই সংঘ নামে সামাজিক সংগঠনটি।