মুন্সিগঞ্জ, ২ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে পাওয়া শিশু আখি (৫) তার মায়ের কাছে ফিরে গেছে।
আজ বুধবার সন্ধ্যায় শিশু আখির মা মঙ্গলীর কাছে হস্তান্তর করে মুন্সিগঞ্জ সদর ধানা পুলিশ।
এর আগে মঙ্গলবার দুপুরে মুক্তারপুর টোল প্লাজায় প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরীর সামনে আখি (৫) নামের এক মেয়ে শিশুকে দেখতে পেয়ে অটো চালক মো: আব্দুস সালাম সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশ রাতে শিশুটিকে সমাজসেবা কর্মকর্তার কাছে হেফাজতে রাখে। এরপর আজ শিশুটির অভিভাবকরা খবর পেয়ে মুন্সিগঞ্জ সদর থানায় যোগাযোগ করলে শিশুটিকে পরিবারের কাছে বুঝিয়ে দেয় পুলিশ।