মুন্সিগঞ্জ, ২১ এপ্রিল ২০২৩, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া থেকে অপহৃত ৩য় শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব-১১। অপহরণে জড়িত দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গেল বুধবার দুপুরে উপজেলার জামালদি এলাকা থেকে অপহৃত শিশুসহ অপহরণকারী চক্রের মূলহোতা অনামিকা আক্তার ওরফে জিয়াসমিন (২৮) ও তার সহযোগী জান্নাত (২৮) কে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১১ মিডিয়া অফিসার রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামি অনামিকা আক্তার ওরফে জিয়াসমিন (২৮) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন ইসমানির চর এলাকার এছহাকের মেয়ে এবং জান্নাত (২৮) শরিয়তপুর জেলার গোসাইরহাট থানাধীন আনোয়াকাঠি এলাকার সুলতান সরদারের মেয়ে।
উদ্ধারকৃত শিশু (০৯) নারায়ণগঞ্জের বন্দর থানাধীন কলাবাগ এলাকায় পরিবারের সাথে বসবাস করে। গেল ১৮ এপ্রিল আনুমানিক বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে শিশুটি বাসা থেকে নিখোঁজ হলে খোঁজাখুজির পর পরিবার জানতে পারে, প্রতিবেশী জিয়াসমিন ও জান্নাত শিশুটিকে অপহরণ করেছে।
ঘটনার এক পর্যায়ে আসামিরা শিশুটির পরিবারের সাথে মোবাইলে যোগাযোগ করে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে পরিবার নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় এ বিষয়ে মামলা দায়ের করলে র্যাব ২৪ ঘন্টার চেষ্টায় শিশুটিকে উদ্ধারসহ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় র্যাব।