মুন্সিগঞ্জ, ২১ সেপ্টেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ইটের আঘাতে অন্ধ্যত্বের পথে ধাবিত মাদ্রাসা ছাত্রী জান্নাতুল ফেরদৌসের (১৩) জন্য সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের কাছে সাহায্যের আবেদন করেছে পরিবার।
জানা যায়, মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের বল্লালবাড়ি এলাকায় অবস্থিত আল জামিয়াতুল ইসলামিয়া উম্মে কোরআন মহিলা মাদরাসার শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (১৩)। সম্প্রতি ভাড়াটিয়া বাসায় প্রতিবেশীর ছুড়ে মারা ইটের আঘাতে বাম চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় সে। বর্তমানে চোখটি দিয়ে সে একেবারেই দেখতে পায় না।
জান্নাতুলের মা আমেনা বেগম জানান, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তাকে কয়েক দফায় চিকিৎসার জন্য নেয়া হয়। তারা বাম চোখে দ্রুত অপারেশনের পরামর্শ দেন। কিন্তু যে যন্ত্রটি দিয়ে অপারেশন করানোর কথা সেটি নষ্ট থাকায় বেসরকারি হাসপাতালে অপারেশনের পরামর্শ দেন চিকিৎসকরা।
এতে প্রায় দেড় লাখ টাকা খরচ হবে বলে তিনি জানান।
কেউ মেয়েটিকে সহযোগিতা করতে চাইলে সরাসরি তার মায়ের সাথে যোগাযোগ করে যাচাই-বাছাই করে সাহায্য করতে পারেন। ০১৩০৪৪৪৬৯৩৯ (বিকাশ পার্সোনাল)।