১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৮:৫২
Search
Close this search box.
Search
Close this search box.
অনিয়মের অভিযোগে মুন্সিগঞ্জের ৩ ফার্মেসীকে জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে লাইসেন্স ও ফার্মাসিষ্টবিহীন ঔষধের দোকান পরিচালনা ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল পাওয়ায় ৩ ফার্মেসীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জের সিরাজদিখানের সন্তোষপাড়া, রশুনিয়া ও ইছাপুরা চৌরাস্তায় অবস্থিত মেসার্স রায় মেডিসিন কর্ণার, মেসার্স সুমন মেডিসিন কর্ণার ও মেসার্স দত্ত সার্জিক্যাল এই ৩ দোকানকে সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

মুন্সিগঞ্জ ঔষধ প্রশাসনের সহকারি পরিচালক মাহবুব হোসেন ‘আমার বিক্রমপুর’ কে এসব তথ্য জানান।

তিনি জানান, মুন্সিগঞ্জ ঔষধ প্রশাসনের উদ্যোগে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ও সিরাজদিখান উপজেলার এসিল্যান্ড আহম্মেদ সাব্বির সাজ্জাদ এর তত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। এসময় সিরাজদিখান থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলো।

error: দুঃখিত!