মুন্সিগঞ্জ, ২৭ আগস্ট, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
দিনের বেশিরভাগ সময় তীব্র যানজটের কারণে মুন্সিগঞ্জ বাসীর জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
সকাল থেকে রাত পর্যন্ত ঢাকা থেকে মুন্সিগঞ্জ ও টংগীবাড়ি উপজেলায় প্রবেশ ও বাহির হওয়ার অন্যতম রাস্তা মুক্তারপুর পয়েন্ট। এই রাস্তার যানজটে নাগরিক জীবন অতিষ্ট হয়ে পড়েছে।
রাস্তায় যেখানে-সেখানে পন্যবাহী গাড়ি দাঁড় করিয়ে মালামাল লোড-আনলোড, যাত্রীবাহী বাসে যাত্রী উঠা-নামা করানো, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা আর ব্যাটারিচালিত ইজিবাইকের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন মুন্সিগঞ্জ বাসী।
দিনের বেলায় বেশির ভাগ সময়ই যানজট লেগেই থাকে শহরের মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ-ঢাকা সড়কের মুক্তারপুর ব্রীজের এই অংশ।
আগে জনসংখ্যা ও যানবাহনের সংখ্যা কম থাকার কারণে রাস্তায় সাধারণ মানুষের চলাচলে তেমন অসুবিধা হত না, কিন্তু সময়ের সাথে বেড়েছে জনসংখ্যা ও যানবাহনের সংখ্যা। এতে চাপ বেড়েছে রাস্তায়। তাই চাপ সামাল দিতে রাস্তাঘাট প্রসস্ত করে দুই ধারে সাধারণ মানুষের হাটা চলার জন্য ফুটপাত নির্মাণ করা হয়েছে। তবে তা দখল করে রেখেছেন ব্যাটারিচালিত ইজিবাইক, সিএনজি ও ব্যবসায়ীরা।
রাস্তার দুই ধারে সারিবদ্ধ ছাড়াও এলোমেলোভাবে দাঁড়িয়ে রাখা হয় ইজিবাইকগুলি। তাদের জন্য কোন ষ্ট্যান্ড নেই। নেই বাসষ্ট্যান্ডও। ফলে যাত্রীবাহী মিনিবাস রাস্তার ওপর থামানো হয়। উঠা-নামা করানো হয় যাত্রী। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে রাস্তার চলাচল ব্যবস্থা। সৃষ্টি হচ্ছে যানজট। তাছাড়া রাস্তায় চলমান মাইক্রোবাস, ট্রলি, ট্রাক্টর, থ্রি-হুইলার সহ অন্যান্য যান বাহন তো রয়েছেই।