মোঃ জাফর মিয়া: অনলাইন প্রেসক্লাব মুন্সীগঞ্জ জেলা শাখার যাত্রা শুরু হয়েছে। শুক্রবার দুপুরে শহরের জিপসি ফুর্ড কর্ণারে জাতীয় পর্যায়ের ও স্থানীয় ভাবে প্রকাশিত বিভিন্ন অনলাইন পোর্টালে কর্মরত জেলা প্রতিনিধি, স্টাফ রিপোর্টারসহ অনলাইন পোর্টালের সাথে কর্মরত গনমাধ্যম কর্মীদের উপস্থিতিতে নবগঠিত সংগঠন অনলাইন প্রেসক্লাবের আনুষ্ঠানিক ভাবে যাত্র শুরু হয়।
সভায় উপস্থিত প্রাথমিক সদস্যদের সম্মতিক্রমে আগামী ৩ মাসের জন্য তানজীল হাসানকে আহবায়ক ও হোসনে হাসানুল কবিরকে সদস্য সচিব করে ৭ সদস্যের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্য কার্যকরী সদস্যরা হলেন, মোঃ জাফর মিয়া, মোঃ সাইফুল ইসলাম কামাল, সুমিত সরকার সুমন, আল-মামুন ও বর্ষন মুহাম্মদ।
অনুষ্ঠানে নবগঠিত অনলাইন প্রেসক্লাবের সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার ষ্টাফ রির্পোটার বিশিষ্ট সাংবাদিক মোঃ আরিফ-উল-ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বেসরকারী টেলিভিশন মিডিয়া এনটিভির জেলা প্রতিনিধি মঈনউদ্দিন সুমন, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি শিহাবুল হাসান ও এসটিভির জেলা প্রতিনিধি মোঃ সামসুল হুদা হিটুসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া প্রতিনিধি বৃন্দ।