১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ৬:৪৪
Search
Close this search box.
Search
Close this search box.
অতিরিক্ত যাত্রী নেয়ায় শিমুলিয়া ঘাটে ৫ লঞ্চকে জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ আগষ্ট, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

অতিরিক্ত যাত্রী বহন করায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচটি লঞ্চের ১৩ হাজার টাকা জরিমানা হয়েছে।

উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মু. রাসেদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

কর্মকর্তা রাসেদুজ্জামান বলেন, বৃহস্পতিবার মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট থেকে যেসব লঞ্চ শিমুলিয়ায় আসছিল, প্রতিটিতেই ধারণ ক্ষমতার দ্বিগুণ বা তিনগুণ যাত্রী ছিল। খবর পেয়ে তিনি ঘাটে অভিযান পরিচালনা করেন। বিষয়টি টের পেয়ে লঞ্চগুলো মাঝ নদীতে থামিয়ে রাখেন চালকেরা। এতে করে যাত্রীরা আরও ঝুঁকির মধ্যে পড়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় লঞ্চগুলোকে তীরে আনা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি অর্থদণ্ড করেন।

ভ্রাম্যমাণ আদালতে এমভি রাকিব, এমভি রোদেলা ও এমভি অর্পণ এন্টারপ্রাইজ নামের তিনটি লঞ্চকে তিন হাজার টাকা করে জরিমানা হয়। আর এমভি রাজিব ও এমভি মোহাম্মাদিয়া নামের অপর দুটি লঞ্চকে দুই হাজার টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেদুজ্জামান।

এদিকে জরিমানার ঘটনায় ক্ষুব্ধ হয়ে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় লঞ্চচালক ও মালিক সমিতি।

তখন ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে সাবধান করে দেওয়া হয়, আইনের পরিপন্থী কোনো কাজ করলে লঞ্চের লাইসেন্স বাতিল করা হবে। এ অবস্থায় আধঘণ্টা পরে আবার লঞ্চ চলাচল শুরু হয়।

শুক্রবার সকাল থেকে ধারণ ক্ষমতার ভেতরে যাত্রীসংখ্যা রেখে লঞ্চ চলাচল করছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেদুজ্জামান।

error: দুঃখিত!