যৌথ প্রযোজনার ছবি বলে পরিচিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিটিতে অভিনয় করেছিলেন শুভশ্রী। তখন মাত্র দুদিনের জন্য বাংলাদেশে শুটিংয়ের অভিজ্ঞতা ছিল তার। কিন্তু এখন পর্যন্ত কোন বাংলাদেশি ছবিতে তাকে না পাওয়া যায়নি। তবে তাকে আবারও ইন্দো-বাংলা যৌথ প্রযোজনার ছবিতে দেখা যাবে। তবে এবার নায়িকা হিসেবে নয়, ‘আইটেম গার্ল’ হিসেবে।
‘অঙ্গার’-এর পরিচালক ওয়াজেদ আলী সুমন বুধবার ছবিটির মহরত অনুষ্ঠানে বিষয়টি জানিয়ে বলেন, ‘আমরা ইতিমধ্যে তার সাথে সকল প্রকার কথাবর্তা চূড়ান্ত করে ফেলেছি। ১০ অক্টোবরের পর কলকাতায় গানটির শুটিং হবে।’
বৃহস্পতিবার থেকে বিএফডিসির বীর মুক্তিযোদ্ধা জসীম ফ্লোরে ছবিটির শুটিং শুরু হয়েছে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৬ সেপ্টেম্বর শুটিং ইউনিট চলে যাবে বান্দরবান। ওখানে চলবে ৮ অক্টোবর।
ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন নবাগত জলি ও কলকাতার ওম। এছাড়া আরও আছেন অমিত হাসান, আশীষ বিদ্যার্থী, রজতভ দত্ত, খরাজ মুখার্জী। সঙ্গীত পরিচালনায় আছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং ইমন সাহা।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এসকে মুভিজ।