মৃুুন্সিগঞ্জ, ২৫ মে, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের কে. কে. গভ. ইনস্টিটিউশনের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী অঙ্কন দত্তের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মুন্সিগঞ্জ জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্কুল শিক্ষার্থী, সংস্কৃতি সংগঠন ও সামাজিক সংগঠনসহ বেশ কয়েকটি সংগঠন অঙ্কন দত্তের হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। পরে শিক্ষাথীরা শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ করে।
উল্লেখ্য, গত ৭ মার্চ দুপুরে কোচিং শেষ করে নিজ বাড়িতে ফেরার পথে অঙ্কনকে চোখ-মুখ বেঁধে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায়। ১৯ মে ভোর ৪ টায় রাজধানীর ঢাকার একটি হাসপাতালে ৪৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
এ ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা হলেও ঘটনার সাথে জড়িতদের চিন্থিত করতে পারেনি পুলিশ।