২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | দুপুর ২:২৩
Search
Close this search box.
Search
Close this search box.
‘রক্ত দেবো, অন্যায়কারীর হাতে জনগণকে শাসিত হতে দেব না’- মিরকাদিমে মৃণাল কান্তি দাস
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩১ আগস্ট, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘রক্ত দেবো, অন্যায়কারীর হাতে, অত্যাচারীর হাতে ‍মিরকাদিমের জনগণকে আর শাসিত হতে দেব না। অন্যায়ের ‍বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম অব্যাহত থাকবে।’- এসব কথা বলেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার এনায়েতনগর মাঠে মিরকাদিম পৌর নাগরিক সমাজ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি স্পষ্ট এবং দ্যার্থহীন ভাষায় বলতে চাই, মিরকাদিম পৌরসভার একজন কাউন্সিলর জানাজা পরতে গিয়ে হামলার স্বীকার হয়েছিলো তার মামলা নেওয়া হয় নাই। এটা হতে পারে না। কয়েকদিন আগে লঞ্চডুবির ঘটনায় মিলাদে যাওয়া নিয়েও প্রহার করা হয়েছে। সেই ঘটনায়ও মামলা নেয়া হয়নি।’

সাংসদ মৃণাল কান্তি দাস বলেন, ৭৫ এর পরে বহু অত্যাচার-নির্যাতনের মুখে রাজনীতি শুরু করেছি। একসাথে ৬৫টা মামলা মোকাবেলা করেছি। আপস করিনি।

এসময় তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ‘পুলিশকে বলবো, জেলা প্রশাসন কে বলবো-চোখ মেলে তাকান। জনগণ যদি একবার জেগে উঠে জনগণ যদি আইন নিজের হাতে তুলে নেয়, আমাকেও যদি কারাবরণ করতে হয় অত্যাচারীর কথা বলতে আমি ছাড় দেবো না। এখনও সময় আছে ঘটনা যে ধারায় ঘটনা ঘটেছে সে ধারায় মামলা নিন। যদি না নেন থানা ঘেরাও হবে। স্পষ্ট বলে দিলাম, জেলা প্রশাসনের কার্যালয় ঘেড়াও হবে, পুলিশ সুপারের কার্যালয় ঘেড়াও হবে।’

কর্মসূচিতে সভাপতিত্ব করেন, মিরকাদিম পৌর নাগরিক সমাজের আহবায়ক ও ব্যবসায়ী মোহাম্মদ শহীদুল্লাহ।

error: দুঃখিত!