২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:৩৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে মারধর করে ইমামকে ফেলে দেয়া হলো পানিতে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ০৫ জানুয়ারি, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে দুই গ্রুপের দ্বন্দ্বের জের ধরে মসজিদের এক ইমামকে মারধর করে পানিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার ফজরের নামাজের পূর্বে উপজেলার তন্তর ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার দক্ষিন পাড়াগাঁও বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ওই মসজিদে ইমামতি করে আসছিলেন।

ওই মসজিদে তাকে ইমাম হিসেবে রাখা ও না রাখা নিয়ে এলাকাবাসী দুই ভাগে বিভক্ত হয়ে যায়।

শনিবার ফজর নামাজের পূর্বে ইমাম আনোয়ার হোসেন বাসা থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা হলে পথে ওৎ পেতে থাকা ইমাম বিরোধী গ্রুপের সজল তাকে মারধর করে কাঁঠের পুল থেকে পানিতে ফেলে দেয়।

এসময় ইমামের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় মসজিদের ইমাম আনোয়ার হোসেন বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিষয়টি নিয়ে পাাড়াগাঁওয়ের ওই সমাজে উত্তেজনা বিরাজ করেছ। সজল ওই এলাকার ফরহাদ হোসেন কুট্টির ছেলে।

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, অভিযোগ পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল।

error: দুঃখিত!