১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ৯:২৮
Search
Close this search box.
Search
Close this search box.
বৃষ্টিতে হতাশ মুন্সিগঞ্জের আলু চাষিরা
খবরটি শেয়ার করুন:

আরাফাত রায়হান সাকিবঃ

মুন্সিগঞ্জে তিন দিনের টানা বৃষ্টিতে আলুর ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। গতকয়েক বছরের লোকসান হলেও এবছর আলুর আবাদ মৌসুমে আবহাওয়া ভালো থাকায় ভালো ফলন হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এতে কৃষকরা কয়েক বছরের ক্ষতি পুষিয়ে লাভের আশা করলেও আলু উত্তোলনে সপ্তাহখানেক আগে টানা এ বৃষ্টিতে তাদের চোখেমুখে এখন হতাশার ছাপ।

বৃহস্পতিবার দুপুরে জেলার সদর উপজেলার মিরকাদিম ও টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া, হাসাইল, আব্দুল্লাপুরসহ কয়েকটি স্থানে ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে অধিকাংশ আলুর জমিতে পানি জমেছে। এর মধ্যে নিচু জমিগুলোর অবস্থা আরো নাজুক। এসব জমির কিছু অংশে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। শুধু সদর ও টঙ্গীবাড়ী নয় জেলার ছয়টি উপজেলার আলু ক্ষেতের এখন একই অবস্থা।

টঙ্গীবাড়ী উপজেলা কামারখাড়া এলাকার কৃষক আক্কাস বেপারী জানান, তিন বিঘা জমিতে আলু চাষ করেছি। এখন আলু পচে গেলে আমাদের পরো টাকাই লোকসান হবে।

আব্দুল্লাপুর এলাকার কৃষক সেলিম শেখ জানান, ঋণ করে এবছর আলু চাষ করেছি। বৃষ্টিতে আলু পচে গেলে বাড়িঘর বিক্রি করে ঋণ পরিশোধ করতে হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর ৩৮ হাজার ৮০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ৩৯ হাজার ৭০০ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ১৩ লাখ মেট্রিকটন। এরমধ্যেই বিভিন্ন স্থানে আগাম আলু উত্তোলন শুরু হয়েছে। তবে জেলার প্রধান অর্থকারী এ ফসল আলু পুরো উত্তোলন শুরু হবে মার্চের ১ম সপ্তাহ শেষে।

মুন্সিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ন কবীর = জানান, এ পর্যন্ত বৃষ্টিতে আলুর ক্ষতির হওয়ার আশংকা কম, তবে বৃষ্টি আরো দীর্ঘস্থায়ী হলে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সেক্ষেতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করাও যেতে পারে।

error: দুঃখিত!