১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ৯:০৫
Search
Close this search box.
Search
Close this search box.
বন্যার পানিতে মুন্সিগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত
খবরটি শেয়ার করুন:

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুন্সিগঞ্জে পদ্মা নদীর পানি আরো বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়ে পড়েছে।

এতে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। তলিয়ে গেছে নদী তীরবর্তী জমির ফসল ও স্থাপনা। এছাড়া ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।

মুন্সিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মো. আমজাদ হোসেন জানান, ভাগ্যক‍ূল পয়েন্টে বিপদসীমার ৫২ সেন্টিমিটার ও শ্রীনগর পয়েন্টে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এদিকে, জেলার মেঘনা, ধলেশ্বরী ও ইছামতি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড সূত্র।

error: দুঃখিত!