১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সন্ধ্যা ৬:২৩
Search
Close this search box.
Search
Close this search box.
তদবিরে বিরক্ত মুন্সিগঞ্জের এসপি জায়েদুল আলম
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম পুলিশ কনস্টেবল নিয়োগে অত্যাধিক তদবিরের কারণে বিরক্ত হয়ে আছেন।

এজন্য এসপির কার্যালয়ের টেবিলের ওপর এক পাশে কাগজে লেখা আছে : ‘পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পর্কে আলোচনা নিষেধ’। অন্য আরেক কাগজে লেখা : ‘ছবি তোলা নিষেধ’ ।

মঙ্গলবার এসপির কক্ষে নিউজ সম্পর্কে কথা বলতে গেলে চোখে পড়ে ওই লেখা।

এসব লেখার ব্যাপারে এসপি মোহাম্মদ জায়েদুল আলম বলেন, ‘অনেক লোকজন দেখা করতে আসে। আত্মীয়, আপনাদের এলাকার পরিচিত, রাজনৈতিক ব্যক্তিবর্গ, অন্য জেলার লোকজন সবাই আসে কথা বলে, সর্বশেষ পুলিশ কনস্টেবল নিয়োগের ব্যাপারে তদবির করে। তদবিরের পরিমাণটা খুবই বেশি। বিরক্ত হয়ে কাগজে এই লেখা হয়েছে।

এসপি আরো বলেন, এটাই যে তা নয়, অনেক সংগঠন আসে ফুল নিয়ে ছবি তুলে ফেসবুকে দেয়। চিনি না, জানি না। এজন্য ছবি তোলা নিষেধ করেছি। তবে পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পর্কে আলোচনা নিষেধ। এটা লেখার গুরুত্ব আমার কাছে অন্য রকম।’

মোহাম্মদ জায়েদুল আলম বলেন, ‘আমাদের পুলিশে নিয়োগের ক্ষেত্রে বাজে ধারণা রয়েছে। কিন্তু আমি যেখানে চাকরি করেছি, শতভাগ স্বচ্ছতা নিয়ে সেখানে নিয়োগ দিয়েছি। কোনো রিকোয়েস্ট বা তদবির শুনি না। এখানেও আমি তাই করতে চাই। যাদের যোগ্যতা আছে, যাচাই-বাছাই, নিয়ম অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা পুলিশে নিয়োগ পাবে। তদবির, টাকা-পয়সা, ভিআইপিদের অনুরোধ, রাজনৈতিক অনুরোধ শুনিনি, শুনব না।’

error: দুঃখিত!