২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৩:১৫
Search
Close this search box.
Search
Close this search box.
করোনা: মুন্সিগঞ্জে বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩১ মার্চ, ২০২০, জাফর মিয়া (আমার বিক্রমপুর)

করোনা শঙ্কায় কর্মহীন হয়ে পড়া মুন্সিগঞ্জের মিরকাদিমে বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে ১৩০ বেদে পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত বেদে সম্প্রদয়ের করোনা সংক্রমন এড়াতে ঘরে বা নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়ে জেলা প্রশাসক বলেন, করোনা ভাইরাস সারা বিশ্বজুরে আক্রান্ত হয়েছে। পৃথিবীর উন্নত দেশ গুলো আজ এই ভাইরাসের কাছে ধরাসায়ী সেই তুলনায় আমাদের দেশ এখনো ভালো অবস্থানে আছে। তবে দেশে করোনা ভাইরাস বেশি প্রভাব ফেলতে পারেনি এমন চিন্তা মাথায় নিয়ে অযথা কেউ বাড়ী থেকে বের হবেন না। আড্ডা বা যেখানে সেখানে ঘুরাঘুরি করবেন না। সবাই বাড়ীতে থাকেন নিরাপদে থাকেন বলেও তিনি পরামর্শ দেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম, (সার্বিক) দীপক কুমার রায়, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ, উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা মেজবাহ উল সাবেরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন প্রমুখ।

error: দুঃখিত!