১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১১:৪৭
Search
Close this search box.
Search
Close this search box.
এনএসআইয়ের তথ্যে মুন্সিগঞ্জে অবৈধ সিএনজি পাম্পে অভিযান
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ সেপ্টেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) মুন্সিগঞ্জ এর দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের লৌহজংয়ে একটি অবৈধ সিএনজির পাম্প বন্ধ করে দেয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির এই অভিযান পরিচালনা করেন।

এসময় একটি অবৈধ সিএনজি পাম্পকে এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড এবং পাম্পটি বন্ধ ঘোষনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, লৌহজং উপজেলার উত্তর মেদিনীমন্ডল এলাকায় স্বদেশ গ্লোরি এগ্রো প্রোডাক্ট সিবিজি গ্যাস স্টেশন দুটি বড় কাভার্ড ভ্যানের মধ্যে (প্রতিটি কাভার্ড ভ্যানে ৩৬ কেজির ১৬০টি করে সিলিন্ডার) সিলিন্ডার রেখে পাইপলাইন দিয়ে গ্যাস লাইন করে যানবাহনে গ্যাস বিক্রি করছিল।

অভিযানের সময় উপজেলা প্রশাসনের পক্ষ হতে ঐ গ্যাস সরবরাহকারীর বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, পেট্রোলিয়াম কর্পোরেশনের কোন অনুমতি রয়েছে কিনা জানতে চাইলে কোন বৈধ কাগজ পত্র বা সরকারী অনুমতি পত্র সংক্রান্ত কোন কাগজ দেখাতে পারেনি।

error: দুঃখিত!