১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ১০:৩০
Search
Close this search box.
Search
Close this search box.
মসজিদের ভিতরে ভাইরাল হওয়া নিজের সেই ছবি নিয়ে যা বললেন মৃণাল কান্তি দাস (দেখুন ভিডিওতে)
খবরটি শেয়ার করুন:

সম্প্রতি মুন্সিগঞ্জের গজারিয়ায় নির্মানাধীন একটি মসজিদের ভেতরে জুতা পরিহিত অবস্থায় কয়েকজন ব্যাক্তি চেয়ারে বসে কথা বলছেন এমন একটি ছবি ফেইসবুকে ভাইরাল হয়ে যায়। ছবিটি নিয়ে তুমুল সমালোচনাও হয়।

পরে বেরিয়ে আসে ছবিটিতে যাদের দেখা যাচ্ছে তাদের একজন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।

এ নিয়ে এই প্রথম কথা বললেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

বুধবার (১ মে) মুন্সিগঞ্জ শহরে শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ঐ ছবির বিষয়ে সম্পূর্ণ ঘটনার বিবরণ দিয়ে তিনি ইসলাম ধর্মের প্রতি তার অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থনের কথা তুলে ধরে বক্তব্য দেন।

সোশ্যাল এক্টিভিষ্টদের মতে, মসজিদ মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র স্থান। সেখানে কাউকে যেতে হলে সম্মানের সাথেই যেতে হবে। তবে মৃণাল কান্তি দাস বলছেন তিনি সেখানে যে মুহুর্তে গিয়েছিলেন তখন সেই মসজিদ ভবনটি নির্মানাধীন ছিলো এবং ঐ মুহুর্তে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো।

ছবিটি সম্পর্কে আসলে কি জানালেন মৃণাল কান্তি দাস। শুনুন ভিডিওতেঃ

error: দুঃখিত!